দেশে এখন অদৃশ্য শ্রীলঙ্কার পরিস্থিতি বিরাজ করছে – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

গত দশ বছর ধরে আওয়ামী সরকারের বেপরোয়া দুর্নীতির কারণে দেশের অসহায়, কর্মহীন ও ভূমিহীন মানুষ গুলো ভোর রাতেও সেহারীর সন্ধানে রাস্তায় বেরিয়ে আসছে বলে দাবী করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জালীমশাহীর উপর আল্লাহ গজব পড়বে, দেশের মানুষ নিদারুণ কষ্টে থাকার পরেও দেশের সাড়ে ২২ হাজার কোটি টাকার হিসাবে গরমিল (টিআইবি প্রতিবেদন অনুযায়ী)। আজ সাধারণ মানুষের ঘরে ঘরে হা হা কার। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যেও জালীমের হাত কাঁপে নাই। সিন্ডিকেট বসিয়ে কোটি কোটি টাকা লুটপাট করছে। মানুষ ইফতার ও সেহারী করতে পারছেনা। চারদিকে আহারের জন্য মানুষের হা হা কার শুনতে হচ্ছে। তবে পুলিশের দমণ-নিপীড়নের কারণে হয়তো বোঝা যায় না। মূলত দেশে এখন অদৃশ্য শ্রীলঙ্কার পরিস্থিতি বিরাজ করছে।

তিনি বলেন, দেশের পরিস্থিতি জনগণের কল্যাণমূখী করতে হলে, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আওয়ামী সরকারের পতনের দাবীতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় দেশে অচিরই দুর্ভিক্ষ ও পূণঃবাকশালের ভয়ঙ্কর রূপ দেখা দিতে পারে।

তিনি আজ বৃহস্পতিবার জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাগপা’র প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোঃ আনাছ, আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, মোঃ নিজামুদ্দিন অমিত, শামীম আক্তার পাইলট, সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, ভিপি মুজিবুর রহমান, ভার্চুয়ালী অংশ নেন জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রহমত উল্লাহ, গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া, যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমূখ।