জাগপার বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত

তফসিল ঘোষণায় আওয়ামী উল্লাস-গণতন্ত্রের সর্বনাশ। সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভীতিতে ভুগছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিএনপি নেত্রীর জনপ্রিয়তার কারণে জামিনযোগ্য মামলায় তাকে আটকে রাখা হচ্ছে। হাইকোর্ট জামিন দিলেও সরকারের নির্দেশে নিম্ন আদালতে জামিন আটকে যায়।

শুক্রবার ৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে (জাগপা)’র আয়োজিত ‘কাউন্সিলের ডাক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, সরকার সংবিধান ও জনগণকে ভয় পায়। বর্তমান সংবিধান অনুযায়ীই নির্বাচন সম্ভব, সেটিও তারা করতে চায় না। কারণ সুষ্ঠু নির্বাচন দিলে সরকারের এমপিরা নিজ নিজ এলাকায় যেতে পারবেন না। তাদের অপকর্মের কারণে জনগণ তাদের প্রতিরোধ করবে। তারা পরাজিত হবেন। এ কারণেই তারা সংসদ না ভেঙে নির্বাচনের কথা ভাবছেন।

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা যখন বর্তমান নির্বাচন কমিশনকে বলি আপনারা পদত্যাগ করেন, আপনাদের প্রতি জনগণের আস্থা নেই। নির্বাচন কমিশন আমাদের বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা নেই। সরকারকে এই ইসি পুনর্গঠনের কথা বললেও তারা তা মানেনি। খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে সরকার ইভিএমকে সামনে আনলো। তারা রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করেছে। অথচ আরপিওতে কোনো ইভিএমের কথা ছিলো না। বিশ্বের অনেক দেশ ইভিএম থেকে বেরিয়ে আসছে। ইভিএমে একটিতে ভোট দিলে অন্যটিতে গণনা হবে।

জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম আক্তার পাইলট, ২০ দলীয় জোটের শরীক, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন, শেখ ফরিদ উদ্দিন, পঞ্চগড় জেলার জাগপা’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মফি, জুয়েল, নজরুল ইসলাম, মো. আজম, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. হেলাল, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিন, সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, সহ সভাপতি শাহজাহান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকী, নগর সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

বিশেষ কাউন্সিলে জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাহী কমিটির সদস্য, জেলার নেতৃবৃন্দ ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে ভারপ্রাপ্ত থেকে পূর্ণ সভাপতি হিসেবে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রথম সহ সভাপতি রাশেদ প্রধানের নাম ঘোষণা করেন।