বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও পার্লামেন্ট বিলুপ্ত করে শেখ হাসিনা সরকারের পদত্যাগসহ বিএনপির ১০ দফা আন্দোলনের কর্মসূচী সফল করতে আগামী ৩০ ডিসেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এসময় তিনি বলেন, আগামী ২৪ ডিসেম্বর জেলা, মহানগর ও ৩০ ডিসেম্বর জাগপা ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। এই দিনটি রাজনীতির ইতিহাসে একটি কালো দিন। আওয়ামী লীগ সরকার ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নিশিরাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার পর দেশে নগ্ন মঞ্চ তৈরি করে। সেই পুরানো খেলা আওয়ামী লীগ আবারো কায়েম করতে চায়।
তিনি আজ রবিবার বিকালে আসাদগেট দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এই ঘোষণা দেন।
তিনি বলেন, বিএনপি-জাগপা’র সেতুবন্ধন রাজনীতি আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত আছে। সবাইকে মনে রাখতে হবে, জাগপা’র রাজনীতি বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। সুতরাং দেশ ও জনগণের প্রশ্নে জাগপা কারো কাছে মাথা নত করবে না।
তাসমিয়া প্রধান আরো বলেন, বর্তমান অবৈধ আ’লীগ সরকারের কাছে সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ নয়। এই সরকার জনগণের গণতান্ত্রিক আন্দোলনের ওপর নির্বিচারে গুলি ও জুলুম-নিপীড়ন অব্যাহত রেখেছে। মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বাকশালি কায়দায় রাষ্ট্র চালাচ্ছে। দেশের মানুষের আজ করুণ অবস্থা। নিত্যপ্রয়োজনীয় পন্যসহ সকল জিনিসপত্রের মূল্য লাগামহীন। অথচ সরকার দুর্নীতি ও লুটপাটের মহোৎসবে মেতে উঠছে। আসুন সকলে ঐক্যবদ্ধ হই। এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করি। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনি। অন্যথায় স্বাধীনতার অর্জন পরাধীনতায় ঢেকে যাবে।
জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে জাতীয় নির্বাহী কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোঃ আনাছ, আসাদুর রহমান খান, নিজামুদ্দিন অমিত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, শামীম আক্তার পাইলট, সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, ভিপি মুজিবুর রহমান, নির্বাহী সদস্য রিয়াজ রহমান, যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমূখ।