মাতৃভূমির পবিত্র মাটিতে আগাছা বেড়ে উঠেছে। খুব দ্রুত এসব আগাছা পরিষ্কার করা প্রয়োজন বলে মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে ৫০ বছরের আক্ষেপ হাতে দাঁড়িয়ে আছি। আমরা একটি স্বাধীন দেশ পেলাম, লাল সবুজের পতাকা পেলাম, উর্বর ভূমি পেলাম কিন্তু গণতান্ত্রিক অধিকার পেলাম না। যে অধিকার গুলোর জন্য ১৯৭১ লাখো শহীদ রক্ত দিয়েছেন। যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমার বাবা মরহুম শফিউল আলম প্রধান আমৃত্যু সংগ্রাম করেছেন। কিন্তু আজ আমরা স্বাধীনতার বিপরীতে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। অধিকারের জায়গায় চালানো হচ্ছে গুলি, মামলা-হামলা, জেল-জুলুম। এটি স্বাধীনতার অঙ্গিকারে পরিচালিত রাষ্ট্র নয়!
তিনি বলেন দেশের অভ্যান্তরিন নোংরা রাজনীতির নামে ক্ষমতার লোভ-লালসার খেলা বন্ধ করতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্তা ফিরিয়ে আনতে হবে তাহলেই ভোটাধিকার ফিরে আসবে। ফিরে আসবে বাংলাদেশ।
তিনি যুব জাগপা’সহ যুবকদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা রক্ষার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। নামতে হবে রাজপথে। মনে রাখবেন ভোট চুরির দিন শেষ ফিরিয়ে আনবো বাংলাদেশ।
তিনি আজ মঙ্গলবার সকাল ১১ টায় যুব জাগপা’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বনানী দলের প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান এর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোঃ আনাছ,আসাদুর রহমান খান, যুব জাগপা’র নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী ফকীর, প্রচার সম্পাদক বিপুল সরকার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, উত্তরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ পাভেল প্রমূখ।
শ্রদ্ধা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধান ও মরহুমা অধ্যাপিকা রেহানা প্রধান এর রুহের মাকফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।