জাতীয় নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপ কে উদ্দেশ্য প্রণোদিত ও জনগণের সাথে ভোটাধিকার বহিঃভূত তামাশা বলে দাবী করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুনামধন্য আইনজীবী ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
তিনি আজ মঙ্গলবার ৫ই জানুয়ারি আসাদগেট জিইউপি মিলনায়তনে ২০১৪ সালের ৫ই জানুয়ারি ভোটাধিকার রক্ষার আন্দোলনে বিজিপি’র (বডার গার্ড বাংলাদেশ) গুলিতে নিহত যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান এর স্মরণে যুব জাগপা কেন্দ্রীয় কমিটি আয়োজিত “রাষ্ট্রপতির চলমান সংলাপ ও জনগণের ভোটাধিকার কোন পথে” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, গত একাদশ জাতীয় নির্বাচনেও জাতীয় নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান রাষ্ট্রপতির সাথে প্রায় ২০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল। কিন্তু রাজনৈতিক দলের প্রস্তাবনা উপেক্ষা করে একটি দলীয় সাব-টেবিলে বসে নুরুল হুদা কমিশন কে প্রধান নির্বাচন কমিশন করা হয়। তবে আফসোস এই নুরুল হুদা কমিশনই একাদশ জাতীয় নির্বাচনে দিনের ভোটকে রাতে করার সুযোগ দিয়ে ১৫৩ জনকে বিনা ভোটের এমপি বানিয়েছে! এই কমিশনের অধিনেই সম্প্রতি হাজারের অধিক চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ।দেশের জনগণ মনে করে এই নুরুল হুদা কমিশনের উৎপত্তিই যখন এই রাষ্ট্রপতির মাধ্যমে সুতরাং সেই রাষ্ট্রপতির চলমান সংলাপে নির্বাচন কমিশন গঠন রাজনীতিতে আবারও অশুভ ইঙ্গিত । তবে এই সংলাপ ফলপ্রসূ হবে না।
তিনি বলেন, আর কোন আলাপ- সংলাপ বা সার্চ কমিটি নয় অবিলম্বে নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে অন্যথায় সরকার পতনের আন্দোলন অনিবার্য।
যুব জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ঢাকা মহানগর যুব জাগপার আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু’র পরিচালনায় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহসভাপতি ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল,সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি আরিফ হোসেন ফিরোজ, সাধারণ সম্পাদক এনায়েত আহমেদ হালিম, যুব জাগপার সাধারণ সম্পাদক রিয়াজ রহমান প্রমূখ।