রাশেদ প্রধান

রাশেদ প্রধান বাংলাদেশের রাজনীতিবিদ। তিনি একজন শৌখিন সঙ্গীত পরিচালক এবং পেশায় ব্যবসায়ী হলেও রাজনীতিবিদ হিসেবেই অধিক পরিচিত। তার পুরো নাম আল রাশেদ প্রধান তবে তিনি রাশেদ প্রধান নামেই বেশি পরিচিত।

প্রাথমিক জীবন:
রাশেদ প্রধান ১৯৮৪ সালের ১৬ অক্টোবর জন্ম গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত চিলাহাটি ইউনিয়নের প্রধান পাড়ায়। রাজধানী ঢাকার আসাদ গেটে বেড়ে উঠা রাশেদ প্রধান ২০০২ সালে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি এবং ২০০৪ সালে আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। অতঃপর উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়া গমন করেন। লিমককউইং ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি মালয়েশিয়া থেকে উচ্চ শিক্ষা গ্রহণের পর রাশেদ প্রধান ২০১০ সালে দেশে ফেরত আসেন।

পারিবারিক জীবন:
রাশেদ প্রধানের দাদা মরহুম মৌলভী গমির উদ্দিন প্রধান অবিভক্ত পাকিস্তান মুসলিম লীগের সভাপতি এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন।

তার পিতা শফিউল আলম প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ২০১৭ সালে ইন্তেকাল করেন। মাতা মরহুমা অধ্যাপিকা রেহানা প্রধান লালমাটিয়া মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ছিলেন। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তীতে জাগপা’র সভাপতি ছিলেন। তিনি ২০১৮ সালে ইন্তেকাল করেন।

রাশেদ প্রধান ২ ভাইবোনের মধ্যে ছোট। বড় বোন ব্যারিস্টার তাসমিয়া প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বর্তমান সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

রাশেদ প্রধানের সহধর্মিণী সৈয়দা নাফিসা প্রধান গ্রুপডট এর চেয়ারম্যান। এই দম্পতির ২ পুত্র সন্তান রিহান প্রধান এবং রাদিন প্রধান।

রাজনৈতিক জীবন:
রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করায় রাশেদ প্রধান ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছেন। মাত্র ৮ বছর বয়সে ১৯৯২ সালে তিনি পিতা এবং মাতার সাথে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা ঘোষিত বেরুবারি লংমার্চে অংশগ্রহণ করেন। বাংলাদেশ-ভারত সীমান্তে জাগপা’র বেরুবারি লংমার্চে দলীয় পতাকা বহনের দায়িত্ব ছিল তার উপরে। কৈশোরে জাতীয় গণতান্ত্রিক পার্টি’র ছাত্র সংগঠন জাগপা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

২০১৭ সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র কেন্দ্রীয় কমিটিতে পদ লাভ করেন রাশেদ প্রধান। তিনি ২০১৮ সালের বিশেষ কাউন্সিলে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সহসভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ১/পঞ্চগড় ১ আসনে অংশগ্রহণ করেন দলীয় প্রতীকে। ২০১৯ সালে রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সহসভাপতি পদের সাথে সাথে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নির্দেশক্রমে দলীয় মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় থেকে তিনি ২০ দলীয় জোটে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপাকে প্রতিনিধিত্ব করেন।

২০২২ সালে ২০ দলীয় জোট বিলুপ্ত হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত হয় এবং বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সক্রিয় হয় রাশেদ প্রধানের নেতৃত্বে। রাশেদ প্রধানের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে।

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাশেদ প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আগমুহূর্ত পর্যন্ত রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা নেতাকর্মীদের নিয়ে রাজপথে সরব ছিলেন।