মুক্তিযোদ্ধার সন্তান ইশরাক হোসেন’কে মুক্তি দিন – যুব জাগপা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা সংগঠক, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা’র ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবি করেছেন (জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র) অঙ্গসংগঠন যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হোসেনে আরা হাসু।

নেতৃবৃন্দ বলেন, জনগণের বাকস্বাধীনতার উপর জালীমশাহীর কালো আগ্রাসন এখনো চলছে। জনগণের অধিকার নিয়ে কথা বলার উপর হামলা-মামলা ও আক্রমণ চালানো হচ্ছে। এতে প্রমাণিত হয় দেশে মানবাধিকার ও আইনের শাসন বলতে কিছু নেই।

নেতৃবৃন্দ আরো বলেন, আজ জনগণের অধিকার নিয়ে কথা বলার অপরাধে একজন দেশপ্রেমিক তরুণ যোদ্ধাকে এবং বীরমুক্তিযোদ্ধার সন্তান ইশরাক হোসেনকে গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত । অবিলম্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মুক্তি দিন। অন্যথায় সরকারের অবস্থান দেশ ও জনগণের বিরুদ্ধে বলে প্রমাণিত হবে।

নেতৃবৃন্দ আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।