মানিক মিয়া ছিলেন গণমানুষের মুক্তির প্রেরণা – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, গণমানুষের মুক্তির লক্ষ্যে তফাজ্জল হোসেন মানিক মিয়ার কলম ছিল বিরতিহীন ঠিকানার পথে। যার অদম্য লেখার পথ ধরে ফিরে আসে একটি স্বাধীন বাংলাদেশের নাম এবং যার লেখার মাধ্যমে প্রতিবাদ ছিল গণমানুষের মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য।

তিনি দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, সাংবাদিকতাকে অবলম্বন করে জীবনব্যাপী তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) তার হাত ধরেই সাংবাদিকতার ইতিহাস। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন এবং পাকিস্তানী সামরিক আইনে তিনি কারাবরণ করেছেন। তফাজ্জল হোসেন মানিক মিয়া আজ বাংলার গণমাধ্যমের কাছে এক নির্ভীক ও সাহসী সাংবাদিক নেতা।

আজ ১লা জুন, ২০২২ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩ তম মৃত্যুবার্ষিকীতে তার অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং তার বিদায়ী রুহের মাগফেরাত কামনা করেন।