ব্যারিস্টার তাসমিয়া প্রধান

ব্যারিস্টার তাসমিয়া প্রধান বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র বর্তমান সভাপতি। জাগপা’র কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দের সর্বসম্মতিক্রমে তিনি ২০১৮ সালের ৯ নভেম্বর থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি জাগপা’র ভারপ্রাপ্ত সভাপতি এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ব্যারিস্টার তাসমিয়া প্রধান দীর্ঘদিন জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধান এর রাজনৈতিক সচিব এর দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি জাগপা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি ঐতিহাসিক বেরুবারি অভিমুখে জাগপা’র লং মার্চের সম্মুখে জাতীয় পতাকা বহন করেন।

ব্যারিস্টার তাসমিয়া প্রধান এর জন্ম বগুড়ায় নানার বাড়িতে, বেড়ে উঠা ঢাকায়। তিনি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ থেকে ১৯৯৬ সালে এস এস সি এবং ১৯৯৮ সালে ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। ভূইঁয়া একাডেমী থেকে এ লেভেল করে ইংল্যান্ডে চলে যান ২০০০ সালে। তিনি ২০০৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (LLB) সম্পন্ন করেন। অতঃপর সিটি ইউনিভার্সিটি, লন্ডন থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন এবং ২০০৬ সালে সোসাইটি অফ লিংকন’স ইন থেকে বার এট ল’ (ইংল্যান্ড এবং ওয়েলস) ডিগ্রী লাভ করেন। দেশে ফিরে ২০০৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হন। ২০১০ সালে থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অদ্যাবধি কর্মরত আছেন।