বিশ্ব মুসলিমদের ঈদের শুভেচ্ছা ও ফিলিস্তিনীদের সমবেদনা জানিয়েছেন জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

তিনি শুভেচ্ছা বাণীতে বলেন, মাহে রমজানের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনায় আল্লাহর আনুগত্য পেতে সর্বদায় মগ্ন থাকেন এবং ভূলত্রুটি, তওবা করে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী জীবন গড়ার লক্ষ্যে আল্লাহর কাছে প্রার্থণা করেন।

তিনি বলেন, অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। ঈদুল ফিতর বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব। এইদিনকে লক্ষ্য করে ধনী-গরিবের অহংকারবোধ কমে আসে এবং অসহায় মানুষকে ধনীদের তহবিল থেকে যাকাতের অংশ গরীবদের মাঝে বন্টণ করা হয়। যা মুসলমাদের জন্য বড় নিয়ামত। মহিমান্বিত এই দিনে আমি বিশ্ব মুসলিমদের মঙ্গল কামনা করছি।

বাণীতে তাসমিয়া প্রধান আরো বলেন, এবারে ঈদের এই খুশির দিনে আমরা বেদনাহত। কারণ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি, লাখ লাখ মানুষ কর্মহীন। যার ফলে সাধারণ মানুষ খাদ্য উপকরণ যথেষ্ট ভোজন করতে পারেননি! কেউ অনাহারে -অর্ধাহারে রোজা রেখেছেন! কেউ শুধু মুড়ি, পানি দিয়ে ইফতার করেছেন।

তিনি আরো বলেন, দেশের এই নাজুক পরিস্থিতির জন্য সরকারের বেপরোয়া দুর্নীতি দায়ী। সরকারের দলীয় নেতাকর্মী ও আমলারা নিজের আলিশান জীবন যাপনে ব্যস্ত থাকলেও দেশের মানুষ সীমাহীন কষ্টে জীবন উপভোগ করেছেন। শুধু তাই নয় বিরোধী নেতাকর্মীদের দমণেও সরকারের নিষ্ঠুরতা বাঁধ ভেঙ্গে দিয়েছে। আজও গুম হওয়া মানুষ গুলো ফিরে আসেনি! আলেমরা আজ কারাগারে! আসুন জনগণের সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রতিহিংসার রাজনীতি ভূলে সুন্দর গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্র ও সমাজকে গড়ে তুলি।

এসময় ব্যারিস্টার তাসমিয়া প্রধান মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনী মসজিদ আল-আকসার উপর ইসরায়েলী আগ্রাসনের নিন্দা জানিয়ে আরো বলেন, প্রতি বছর মাহে রমজানে ইসরায়ীল বাহিনী মসজিদে আল-আকসা ও নিরাপরাধ ফিলিস্তিনীদের উপর হামলা চালায়। যদিও এই রমজানে ইসরায়েলী বাহিনীর গুলিতে অংসখ্য তরুণ, বৃদ্ধ মুসল্লি জীবন দিয়েছেন। আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র পক্ষ থেকে ফিলিস্তিনে নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ফিলিস্তিনবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।