শাসকগোষ্ঠী দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছে মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আওয়ামী লীগ সম্প্রতি জাতীয় রাজনীতিকে বিনা উস্কানিতে রক্তাক্ত করে তুলেছে। শুধু তাই নয়, শান্তিপূর্ণ মিছিল-সমাবেশের উপর প্রতিহিংসার আগুন ছড়িয়ে দিচ্ছে। তবে বিদায় বেলায় আওয়ামী লীগ ভয়ংকর খেলায় মেতে উঠেছে।
তিনি বলেন, সুশাসনের জন্য রাষ্ট্র পরিচালনার প্রথম অঙ্গিকার হলো জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু গত ১৩ বছর ধরে দেশের জনগণ রাষ্ট্রীয় ও মৌলিক অধিকার গুলো ভোগ করতে পারেনি। বরং আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সকল প্রাতিষ্ঠানিক অঙ্গে নির্মম আঘাতের চিহ্ন দেওয়ালে দৃশ্যমান করেছে। যার কারণে রাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে অরাজনৈতিক ও একদলীয় শাসন ব্যবস্থা । সম্প্রতি বিরোধী মত দমণে চলছে গোলাবারুদ, লাঠি-সোটা এমনকি প্রকাশ্যে সশস্ত্র মহড়া। যার সীমাহীন তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠান, রাজপথ, ঘর-বাড়ীতে কোথাও নারীরা নিরাপদ নয়! তাই জাগপা মনে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য সরকার নব্য নীল নকশা তৈরি করছে। আওয়ামী অপশক্তির কাছে দেশ আজ রাজনৈতিক ভাবে গভীর সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে।
তাসমিয়া প্রধান জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে বলেন, জাগপাকে দেশ ও জনগণের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। মজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে। এখন আমাদের ঘরে বসে থাকার দিন শেষ। পুননির্মাণ করতে হবে বাংলাদেশ। ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র ও ভোটাধিকার। খতম করতে হবে দুর্নীতি মার্কা চেয়ার ও ক্ষমতার মসনদ। সবাই আসুন দলমত নির্বিশেষে ঐক্য গড়ে তুলি। গণতন্ত্র পুনরুদ্ধার করি।
তিনি আজ রবিবার (২৯ মে, ২০২২) সকাল ১১টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা ঢাকা মহানগর আয়োজিত শফিউল আলম প্রধান এর স্মরণ সভা ও বাংলাদেশের সংকটময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাগপা ঢাকা মহানগর সভাপতি আরিফ হোসেন ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এনায়েত আহমেদ হালিমের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোঃ আনাছ, আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, সদস্য রিয়াজ রহমান, যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সরকার, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন সাবু, যুব জাগপা ঢাকা মহানগর উত্তর সভাপতি আনোয়ার হোসেন, জাগপা ঢাকা মহানগর নেতা আকবর হোসেন স্বপন, মোঃ নাদিম, মোঃ জাবেদ, মোঃ মোর্শেদ, মোঃ মিজান, প্রমূখ।