বিএনপির ১০ দফা কর্মসূচীতে জাগপা’র পূর্ণ সমর্থন, সরকারকে পার্লামেন্ট ভেঙ্গে এখনি বিদায় নিতে হবে – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, জনগণের সাথে প্রতারণা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি, গণতন্ত্রকে হত্যা এবং ভোটাধিকার হরণের দায়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারকে চলমান পার্লামেন্ট ভেঙ্গে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগের আজ্ঞাবহ ও মদদপুষ্ট বর্তমান নির্বাচন কমিশনও বাতিল করতে হবে। শেখ হাসিনা সরকারের টার্গেটের শিকার ও রাজনৈতিক কারণে বন্দী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সকল ষড়যন্ত্রমূলক মামলাগুলো প্রত্যাহার করতে হবে। অন্যথায় শেখ হাসিনা আকাশ দেখেছেন এবার বর্জ্র্যপাত দেখানো হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, গত ১৫ বছরের ইতিহাসে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করেছে। তারা (আ’লীগ) জনগণের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, ইন্ডিয়া বেগম পাড়া বানিয়েছে। তাই এই জুলুমবাজ, দুর্নীতিবাজ এবং গণতন্ত্র হত্যাকারী এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।

তাসমিয়া প্রধান আরো বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে শহীদ হওয়া যুব জাগপা নেতা মাসুদ রায়হান সহ শত শত বিরোধী নেতাকর্মীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের কান্না এখনো থামেনি! পিলখানা সেনা অফিসারদের আর্তচিৎকার এখনো কানে আসে। আলেম ওলামারা এখনো কারাগারে সুতরাং এই জালীম সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না।

তিনি অবিলম্বে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সুলতানা সালাউদ্দিন টুকু সহ সারাদেশে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।

তিনি আজ শনিবার বিকাল ৩টায় আসাদগেট দলীয় কার্যালয়ে জাগপা’র জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোঃ আনাছ, আসাদুর রহমান খান, মোঃ নিজামুদ্দিন অমিত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, শামীম আক্তার পাইলট, সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, ভিপি মুজিবুর রহমান, সদস্য রিয়াজ রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি.মোঃ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমূখ।