দেশে গণতন্ত্রহীনতার কারণে শক্তি হারাচ্ছে রক্তে অর্জিত স্বাধীনতা – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান মহান বিজয় দিবসের স্বরণে লাখো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, বিজয়ের এই দিনে বড় আফসোস! জনগণের বাকস্বাধীনতা, ভোটাধিকার ও রাজপথে অধিকার আন্দোলনের জনতার ওপর সরকার কর্তৃক নির্দেশিত পুলিশের গুলি এবং বিজয়ের মাসের প্রথমার্ধে জনতার গণমিছিলে গুলিবিদ্ধ লাশ প্রমাণ করে বাংলাদেশে গণতন্ত্রহীনতার কারণে শক্তি হারাচ্ছে রক্তে অর্জিত স্বাধীনতা।

তিনি বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী স্বাধীনতার পবিত্র চেতনাকে বিক্রি করে বাকশালী কায়দার রাষ্ট্র পরিচালনা করছে! এই সরকার (আওয়ামী লীগ) স্বাধীনতার ৫১ বছর ঘিরে গত ১৫ বছরে দেশকে দিয়েছে অগণিত লাশের কফিন এবং গুম হওয়া সন্তানের মায়ের আর্তনাদ! তারা উন্নয়নশীল দেশের কথা বলে প্রতিষ্ঠিত করেছে দুর্নীতি। লুটে খেয়েছে জনগণের ট্যাক্সের টাকা। তাই এই ফ্যাসিবাদ সরকারের হাতে দেশের এক ইঞ্চি মাটিও নিরাপদ নয়।

ব্যারিস্টার তাসমিয়া প্রধান জনগণের প্রতি মহান বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, আমাদের সকলের মনে রাখতে হবে এই দেশ ওলি-আউলিয়া, মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান , শফিউল আলম প্রধানসহ লাখো শহীদদের রক্তে কেনা বাংলাদেশ। তাই প্রিয় মাতৃভূমির ওপর শকুনের নজর পড়ার আগেই স্বাধীনতা রক্ষার প্রয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। অন্যথায় স্বাধীনতা তুমি কত রক্ত, পরে টের পাবেন।

তিনি আজ শুক্রবার বিকালে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,

এসময় আরো বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমান, সদস্য রিয়াজ রহমান, যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা আনোয়ার হোসেন, বিপুল সরকার, মিজানুর রহমান প্রমূখ।

এদি আজ সকাল ১০ টা সাভার জাতীয় স্মৃতিসৌধে জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে জাগপা’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।