বাংলার দানবীর নবাব স্যার সলিমুল্লাহর প্রতি স্মৃতিচারণ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, যুগে যুগে এই বাংলায় বহু ওলী-আউলিয়ার জন্ম হয়েছে। নবাব স্যার সলিমুল্লাহ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শফিউল আলম প্রধান’দের মত বীর পুরুষরাও এই ভূমিতে জন্মিয়েছেন। কিন্তু আজ দেশের রাজনীতির অন্ধনীতির কারণেই এই মহামানব বা গুণীজনদের প্রতি আমরা যথাযত সম্মান জানাতে পারি নাই। তাই পূর্ব পুরুষদের প্রতি আমাদের অসম্মান আজ দেশকে গণতান্ত্রিক নেতৃত্বের সংকটে ফেলেছে।
তিনি বলেন, দেশের জনগণের ভাগ্যের উপর লাল ঘোড়া দাবড়ানো হচ্ছে। মানুষের মৌলিক অধিকার গুলোকে হরণ করা হচ্ছে।নিত্যপণ্যের মূল্য লাগামহীন হয়ে পড়েছে। বাতাসে কান পেতে শুনা যায় দেশের মানুষের হা হা কার। তবে সরকার আছে -সেবক নাই ! স্বাধীনতা আছে- অধিকার নাই। ভোট আছে- প্রয়োগ নাই। দেশটি এখন নিলামে উঠা বাকি। দেশবাসী হুশিয়ার থাকবেন।
তিনি আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মহানগর জাগপা আয়োজিত ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ’র ১০৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।
ঢাকা মহানগর জাগপার সভাপতি এনায়েত আহমেদ হালিম এর স্বার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি আরিফ হোসেন ফিরোজ, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগর সহ- সভাপতি নাসির উদ্দীন, যুব জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, জাগপা নেতা মনোয়ার হোসেন খোকা, মোঃ নাদিম, মোঃ হারুনুর রশিদ,মোঃ শফিক, মোঃ সাহিম,মোঃ আবদুল কাদের প্রমুখ।
শ্রদ্ধা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।