জনগণের গনতান্ত্রিক অধিকারের উপর ফ্যাসিবাদের ভয়াবহ নীরব তান্ডব চালানো হচ্ছে বলে দাবী করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, গত এক যুগ ধরে দেশের গণতন্ত্রের উপর বাকশালী কায়দায় দমননীতি চালানো হচ্ছে। এখন জনগণের অধিকার গুলো হরণের এক মহা উৎসবের মেলা বসানো হয়েছে । আজ দেশের পতাকা আছে স্বাধীনতা নাই। সরকার আছে সেবক নাই। শিল্প আছে উৎপাদন নাই। ঘরে ঘরে বেকারত্ব বাড়ছে। আজ স্বাধীনতার মানচিত্র বুকে নিয়ে দেশের কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র জনতা আওয়াজ তোলছে। দেশ বাঁচাও। মানুষ বাঁচাও। আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও। চলমান পরিস্থিতি বলে দেয় দেশের গণতন্ত্র এখন বাকশালের খাঁচায় বন্দি। তাই দেশ বাঁচাতে এখনি প্রয়োজন ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান।
তিনি ছাত্র জনতার অতীতের সকল ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, ইতিহাসের সকল সোনালী বিজয়ে ছাত্র জনতার অবদান ভূলার নয়। তাঁদের অগনিত ত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি। মাতৃভাষা পেয়েছি। তাঁদের গণতান্ত্রিক আন্দোলনে সকল স্বৈরশাসকের পতন হয়েছে। ইনশাআল্লাহ ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে দেশে আবারও একটি বিজয় ফিরে আসবে।
এসময় তিনি বলেন, দুর্নীতি, লুটপাট, গুম-খুন’সহ নিজেদের অপরাধ ঢাকতে স্বৈরাচার সরকার এখন বিদেশে লবিস্ট নিয়োগ করা শুরু করেছে। দেশের বারোটা বাজিয়ে জালীম শাহী এখন জনগণের উপর গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা চালাচ্ছে। যদি লবিস্ট নিয়োগের খরচ জনগণের উপর চাপিয়ে দিতে হয় তাহলে অপরাধের দায় নিয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থেকে বিদায় নেওয়া উচিৎ। অন্যথায় অচিরেই বাতাসে ভেসে আসবে পতনের ধ্বনি।
তিনি আজ শুক্রবার বিকাল ৪ টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র জনতার ঐক্য প্রয়োজন ও করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার এর পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, যুব জাগপার সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সহসভাপতি আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহেদুল ইসলাম শাহেদ, আহমেদ শফি, প্রমূখ