জাগপা’র গাজী ফকিরের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের অফিস সহকারী ও শ্রমিক জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি, মরহুম গাজী ফকীরের আজ ৩য় মৃত্যু বার্ষিকী।

তিনি ২০১৯ সালের ২২ জুলাই রাত সাড়ে ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ পুরস্থ বছিলা নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করে জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, গাজী ফকির চাচা শুধু দলের নয়, তিনি আমাদের পরিবারের একজন। গাজী চাচা দল ও দেশের জন্য অনেক ত্যাগ করেছেন। তার ত্যাগ জাগপা পরিবারের জন্য ইতিহাস হয়ে থাকবে। তিনি তার রুহের মাগফেরাত কামনা করছি।