ছাত্রনেতা নুরে আলমের মৃত্যুতে ‘জাগপা ছাত্রলীগ’ -এর শোক বার্তাঃ

ভোলা জেলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুতে শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন ‘জাগপা ছাত্রলীগ’ – এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার। আজ বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেতৃবৃন্দ এ যৌথ শোক ও নিন্দাবার্তা প্রেরণ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের জুলুম নিপীড়নের শিকার এ দেশের সর্বস্তরের জনসাধারণ। গুম-খুনের এক মহা মগের মুল্লুকের কালোশাসন কায়েম করেছে বর্তমান নৈশভোটের জালিমশাহী অবৈধ সরকার। পাখির মত গুলি করে মানুষ হত্যা করা এ সরকারের নিত্যনৈমিত্তিক কাজ। মৃত্যুর মিছিল, মজলুমের আর্তনাদ ও আহাজারিতে বাংলার আকাশ বাতাস আজ ভারী হয়ে উঠেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, গুম খুন করে এ দেশের ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যাবে না। নুরে আলমের প্রয়াণে ছাত্রসমাজ আরও বলীয়ান হয়ে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন জালিমশাহীর পতন ঘটাবে নিশ্চিত, ইনশা আল্লাহ। নিহত ছাত্রনেতা নুরে আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রোববার ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলন দমনে পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল ও শটগানের গুলি নিক্ষেপ করে। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম (৪০) নিহত হন।

অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রদলের নেতা নুরে আলমকে। বুধবার দুপুরে রাজধানীর শ্যামলীতে নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।”