জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং ১নং সহ সভাপতি রাশেদ প্রধান নির্বাচিত: গণতন্ত্র পুনরুদ্ধারে জাগপা’র সংগ্রাম চলবে

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র বিশেষ কাউন্সিল গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জাগপা’র সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে উপস্থিত নির্বাহী কমিটির সদস্য, জেলা ও মহানগর নেতৃবৃন্দের সমর্থন নিয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে সভাপতি ঘোষণা করেন।

খন্দকার লুৎফর রহমান বলেন, গঠনতন্ত্রের ১৫ এর ক ধারা মোতাবেক কোন কাউন্সিলর সভাপতি পদের জন্য আবেদন করেন নাই। তাই আমি জাগপার সাধারণ সম্পাদক সারাদেশের সকল জাগপার সৈনিকদের পক্ষ থেকে আজ এই ঐতিহাসিক মুহুর্তে জাগপার সভাপতি হিসেবে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নাম ঘোষণা করছি। এসময় নবনির্বাচিত সভাপতি বলেন, আমি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জাগপা’র সভাপতি হিসেবে জাগপা’র সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সাথে আলোচনা সাপেক্ষে গঠনতন্ত্রের ১৫ এর ঘ ও ঙ ধারা অনুযায়ী জরুরী প্রয়োজনে ১নং সহ সভাপতি হিসেবে রাশেদ প্রধানের নাম ঘোষণা করছি।

উল্লেখ্য যে, গত ২২ অক্টোবর জাগপা’র সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের মৃত্যুতে জাগপা’র সভাপতির পদটি শূন্য হয়। গঠনতন্ত্রের ১৫ ধারা অনুযায়ী ব্যারিস্টার তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহন করেন। ২৬ অক্টোবর জাগপা’র জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সভায় রাশেদ প্রধানকে নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়।

প্রেসক্লাবে অনুষ্ঠিত কাউন্সিল শেষে আসাদ গেট জিইউপি মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাহী কমিটি, জেলা ও মহানগর নেতৃবৃন্দ জাগপা সভাপতি ও ১নং সহ সভাপতির প্রতি পূর্ণ সমর্থন পুনরায় ব্যক্ত করে নতুন নেতৃত্বের প্রতি নিজেদের আস্থা জ্ঞাপন করেন। অধিবেশনে আগত নেতৃবৃন্দ জাগপাকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালীকরণের লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জাগপার সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জাগপা’র নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং সহ সভাপতি রাশেদ প্রধান, জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, বেলায়েত হোসেন মোড়ল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, ছাত্র শিক্ষা সম্পাদক শামীম আক্তার পাইলট, তথ্য সম্পাদক মানিক সরকার, আশরাফুল ইসলাম হাসু, গাজী ফকির প্রমুখ। পঞ্চগড় জেলা নেতা বীরমুক্তিযোদ্ধা আনসার আলী, মফিদুল ইসলাম মফি, মো. জুয়েল, আনারুল, বোদা উপজেলার সিরাজ মাস্টার, বেলাল আহমেদ, মো. হাবিব, তেঁতুলিয়ার নজরুল, দেবীগঞ্জের রাশেদিন, চট্টগ্রামের মো. হেলাল। যুব জাগপার নেতা আরিফুল হক তুহিন, রিয়াজ রহমান, শাহজাহান সিরাজ, প্রকৌশলী সিরাজ, নজরুল ইসলাম বাবলু, মোহাম্মদ আলী, বিপুল সরকার, সাহাবুদ্দিন সাবু, আনোয়ার হোসেন, আল আমিন টিপু, হোসনে আরা আক্তার হাসু, মৌসুমি মৌ, আমিনুল ইসলাম। জাগপা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রুবেল, আব্দুর রহমান ফারুকী, শ্যামল চন্দ্র সরকার, নূর ইসলাম, মিঠুন নাবিল, মীর আমির হোসেন আমু, মো. জাফর, শাহেদ প্রমুখ।