গণতন্ত্রের জন্য মাসুদ রায়হান সহ যুবকদের আন্দোলন ইতিহাসের মাইলফলক – রাশেদ প্রধান

৫ই জানুয়ারী বিজিবি’র গুলিতে নিহত যুব জাগপা নেতা মাসুদ রায়হান সহ নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান বলেছেন জাগপা কে ছোট করে দেখার সুযোগ নেই।জাগপার ইতিহাস পরাধীনতা ভেঙ্গে স্বাধীনতা অর্জনের ইতিহাস। জাগপা ইতিহাসের সোনালী দিন গুলোর রাজস্বাক্ষী। তিনি আরো বলেন ষড়যন্ত্রকারীদের মনে রাখা ভাল জাগপা বাঘের গর্জন সইতে পারে কিন্তু হনুমানের ভেংচি সইতে পারেনা সুতরাং যারা জাগপার ইতিহাস ও অবদানকে অস্বীকার করে তারা সাচ্চা জাতীয় বেইমান। মজলুম জনগণ তাদের কখনই ক্ষমা করবেনা।

রাশেদ প্রধান বলেন মাসুদ রায়হানের রক্ত -স্বাধীনতার মন্ত্র। জাগপা প্রস্তুত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে। আল্লাহ আমাদের সহায় আছেন।

তিনি আজ শনিবার বিকাল ৪ টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত রক্তে লাল ৫ই জানুয়ারী ও স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফ্ফর মোঃ আনাছ, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, যুব জাগপা নেতা শাহীনুর রহমান শাহীন, মাহীদুর রহমান বাবলা, নজরুল ইসলাম বাবলু, প্রকৌশলী সিরাজুল ইসলাম, ইসহাক মীর, মোহাম্মদ আলী, বিপুল সরকার, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান নুর, আমিনুল ইসলাম, আক্তার হেসেন প্রমূখ।