রমজান মাস মুসলমানদের জন্য অন্ধকারের আলো – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সারাবিশ্বের মানুষ এখন ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনা ভাইরাসের আক্রমণে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। এসময় পবিত্র মাহে রমজান সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য অন্ধকারের আলো। এটাই সঠিক সময়, দুহাত তুলে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার। এটাই সঠিক সময় সিয়াম সাধনার মাধ্যমে করোনা মুক্তির জন্য দোয়া করার। আমি সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মাহে রমজানের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, রমজান মাস বরকতের মাস। এই মাস পাপ থেকে বিরত থাকার মাস, অতএব ত্রাণের মালামাল লুট করা বন্ধ করুন। এই মাস সংযম এর মাস, অতএব গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। এই মাস ভেদাভেদ ভুলে যাওয়ার মাস, অতএব একে ওপরের প্রতি কাঁদা ছুড়াছুড়ির রাজনীতি বন্ধ করুন। আসুন সবাই মিলে পবিত্র রমজান মাসের শিক্ষা থেকে নিজেদের শিক্ষিত করি, নিজেদের ভুল শুধরে নিয়ে মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় সচেষ্ট হই। নিশ্চয়ই আল্লাহ আমাদের ক্ষমা করবেন।